৪০ কেজি গাঁজা-সহস্রাধিক ইয়াবাসহ ৮ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

টাঙ্গাইলে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও সহস্রাধিক ইয়াবাসহ আট মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাটামাতা হাসিমপুর গ্রামের মো. তারু মিয়ার ছেলে চালক মো, রাসেল মিয়া (২৪), ওই জেলা ও উপজেলার বিজয় নগর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. রাকিবুর রহমান (১৯), ওই জেলা ও কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. আ. মুন্নাফ এর ছেলে চালক মো. ফারুক হোসেন (৩৫), খারপাড়া গ্রামের মো. আ. রহমান এর ছেলে মো. খলিল মিয়া (৩২), আকাবপুর গ্রামের মো. মন মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (২৫), কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা গ্রামের আ. হাকিম মেম্বার এর ছেলে মো. পাপন হোসেন (২৮), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে মো. মিজানুর রহমান ওরফে ছানা (৩৬) ও মো. আবেদ আলীর ছেলে মো. রায়হান উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাইসে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ছয়টি মোবাইল ফোন ও ১৯ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ ৪০ কেজি গাঁজার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার রাবনা বাইপাসের আলম ভলকা নাইজিং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা চারটি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল তিন লাখ টাকা।

আটকদের বিরুদ্ধের টাঙ্গাইল সদর ও কালিহাতি থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।