সীমান্ত থেকে ৪৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
জব্দ মালামাল

নেত্রকোনার ধোবাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও সেভেন অয়েল জব্দ করেছে বিজিবি।

এগুলোর মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে সীমান্ত এলাকায় মালিকবিহীন মালভর্তি একটি পিকআপ ও একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবির টহল দল। পরে পিকআপটিতে তল্লাশি চালিয়ে চোরাচালানের ১৯০ পিস ভারতীয় শাড়ি, ৩৫০ পিস লেহেঙ্গা ও ২৫০ পিস ভরতীয় তেল সেভেন অয়েল জব্দ করা হয়।

জব্দ শাড়ি, লেহেঙ্গা ও সেভেন অয়েলের মূল্য ৪৩ লাখ ২৮ হাজার টাকা। এসব মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এইচ এম কামাল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।