মুন্সিগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, চালক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বালুবাহী ট্রাকচাপায় ইমাম হোসেন (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আব্দুল্লাপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমাম আব্দুল্লাপুর এলাকার মো. শফিকের ছেলে। সে আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাইকেল নিয়ে বের হয় ইমাম। এসময় আব্দুল্লাপুর চৌরাস্তায় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকসহ চালককে আটক করেন স্থানীয়রা।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোহেব আলী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক রুবেল চৌধুরীকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।