‘করোনার প্রভাব কেটে গেলে দেশের অর্থনীতি চাঙা হবে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
হাওর পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না যদি আমরা করোনা প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারি। কারণ করোনার প্রভাব কেটে গেলে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে পুরোপুরি চাঙা হয়ে যাবে। একই সঙ্গে দেশের উন্নয়নে যত প্রকল্প আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের চলমান ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দা দিয়ে প্রবাহিত হচ্ছে, বাংলাদেশ কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা ভাগ্যবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেমে নেই। অন্য দেশের তুলনায় আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। শুরুতেই আমাদের দেশে যেভাবে উন্নয়নশীল অগ্রগতি হচ্ছিল করোনা আসার পর তা কিছুটা থমকে গেছে। কিন্তু আমাদের কাজ থেমে নেই।

jagonews24

তিনি আরও বলেন, হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য ৪৯১ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। এই প্রকল্পটি দ্রুত সময় একনেকে উঠবে এবং এটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহারিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ প্রমুখ।

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।