২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল

জামালপুরে ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল জলিলকে (৭২) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আশিক উজ্জামান জানান, জমি বিরোধের জেরে ২০০০ সালের ১৯ মে জেলার মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে আব্দুল জলিল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। পরে জামালপুর সদর থানায় হত্যা মামলা করা হয়। এ ঘটনার পর থেকে আব্দুল জলিল পলাতক। তিনি ছদ্মবেশ ধারণ ঠিকাদার, দারোয়ান, কবিরাজ হিসেবে বিভিন্ন স্থানে অবস্থান করতেন।

তিনি জানান, ২০১৮ সালের ৮ আগস্ট জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামি আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাবের একটি দল মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।