জামিনে বেরিয়ে ফের ইয়াবা বিক্রির সময় গ্রেফতার নারী
মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটলেও মাদক ব্যবসা ছাড়েননি মোছা. তাছমিন (৩০) নামে এক নারী। ইয়াবা বিক্রির সময় তাকে আবারও গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল বাজার এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোছা. তাছমিন নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী এলাকার পূর্ব শুটিপাড়া গ্রামের মো. মানিকের স্ত্রী।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় তাছমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৪৫ পিস ইয়াবা পাওয়া গেছে।
তিনি আরও বলেন, এর আগেও আমাদের হাতে গ্রেফতার হয়েছিল তাছমিন। তার নামে এর আগে দুটি মাদক মামলা হয়েছে। আদালত থেকে জামিন নিয়ে আবারও মাদক ব্যবসা চালাতে থাকে সে। আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে সদর থানায় আরও একটি মাদক মামলা করেন।
এসজে/জেআইএম