স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

লক্ষ্মীপুর থেকে টাকা-স্বর্ণালংকারসহ উধাও প্রবাসীর স্ত্রীকে কথিত প্রেমিকসহ আটক করেছে র‌্যাব।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টন থেকে তাদের আটক করা হয়। এসময় আরও এক নারীকে আটক করে র‌্যাব।

আটক কথিত প্রেমিকের নাম মহিন উদ্দিন (৩০)। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের মৃত তোফায়েল আহম্মেদের ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, তাদের কাছ থেকে আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় ব্যভিচার, চুরি ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় মামলা দেওয়া হয়েছে। এছাড়াও পলাতক আসামি মুক্তার হোসেনসহ (৩৫) আরও এক নারীকে আটকে অভিযান চলছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।