মায়ের মরদেহের পাশে চুপচাপ বসেছিলেন ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বাড়িতে আহাজারি করছেন স্বজনদের

মানিকগঞ্জ শহরের বান্দুটিয়ায় এলাকায় ঘরের মেঝতে পড়ে থাকা আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশে চুপচাপ বসে থাকা ছেলে ফিরোজ মিয়াকে (৩০) আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের বান্দুটিয়া গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। আমেনা বেগম ওই গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী।

আটক ফিরোজের চাচাতো ভাই শহিদুর রহমান ইউনুছ জানান, দেড় মাস আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেন ফিরোজ। নেশার টাকার জন্য প্রায় সময় তার মায়ের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন। পরে পরিবারের লোকজন ফিরোজকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। সেখানে অস্বাভাবিক আচরণ করায় তাকে দুইদিন আগে বাড়িতে নিয়ে আসা হয়।

মধ্যরাতে ঘরের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা ফিরোজ ও তার মাকে ডাকাডাকি করেন। দরজা না খোলায় ৯৯৯ নম্বরে দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় মেঝেতে আমেনা বেগমের মরদেহ ও পাশে ফিরোজকে চুপচাপ বসে থাকতে দেখা যায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজকে আটক করা হয়েছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।