ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ঝিনাইদহে ‘জ্বীনের বাদশা’ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার খাজুরা গ্রামের রেনুকা খাতুন নামের এক নারীর সঙ্গে মোবাইলে প্রতারণার মধ্যমে নগদ টাকা ও স্বর্ণালাংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ এসপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার।

গ্রেফতাররা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিন্টু পদ্দারের ছেলে রায়হান হোসেন (২৫) ও তুহিন হোসেন (২০), একই গ্রামের আজল হকের ছেলে জিয়াউর রহমান (২২) ও শাকপালা গ্রামের নারায়ন দাসের ছেলে মিলন দাস (৩৫)।

পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, গত ৩ নভেম্বর গভির রাতে রেনুকা খাতুনের মোবাইলে কল দেয় ওই প্রতারক চক্র। রেনুকার বাড়ির পাশের পুকুরে সাত কলস স্বর্ণ রাখা আছে, সেটা পেতে হলে জায়নামাজ ক্রয়ের জন্য হাদিয়া স্বরূপ ৫৬০ টাকা দারি করে। রেনুকা খাতুন নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেয়। পরবর্তীতে তার কাছ থেকে হাতিয়ে নেয় চার ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লাখ টাকা। প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই নারী শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সূত্র ধরে প্রতারকদের চিহ্নিত এবং অভিযান চালায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।