যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
যমজ ভাই ও যমজ বোন

দুই ভাই দেখতে একই চেহারার। দুজনই একই ডিজাইনের শেরওয়ানিতে বর সেজে এসেছেন বিয়ে করতে। এদিকে দুই কনের চেহারাও দেখতে একই রকম। দুজনই একই রঙের বেনারসি শাড়িতে বউ সেজে বিয়ের পিঁড়িতে বসেছেন।

এমনটি ঘটেছে পাবনার ঈশ্বরদীর দরিনারিচা এলাকায়। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুরের যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে হয়েছে। বিয়েতে নিমন্ত্রণ পাওয়া অতিথি ছাড়াও কয়েকশ’ উৎসুক জনতা ভিড় করেন।

যমজ বোনরা হলেন ঈশ্বরদীর দরিনারিচা এলাকার কাপড় ব্যবসায়ী মো. কুদ্দুস খানের মেয়ে মোছা. সাদিয়া ও মোছা. নাদিয়া। দুজনই কলেজের শিক্ষার্থী।

যমজ ভাই হলেন মহাদেবপুর সেকেন্দার আলী মন্ডলের ছেলে সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদ। তারা দুজনই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাদিয়ার সঙ্গে সেলিম মাহমুদের এবং নাদিয়ার সঙ্গে সুলতান মাহমুদের বিয়ে হয়েছে।

সাদিয়া ও নাদিয়ার বাবা মো. কুদ্দুস খান জাগো নিউজকে বলেন, ‘আমার যমজ মেয়ের বিয়ে একই বাড়িতে যমজ ভাইয়ের সঙ্গে হওয়ায় পরিবার খুবই আনন্দিত। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি।

সেলিম মাহমুদ ও সুলতান মাহমুদের বাবা সেকেন্দার মন্ডলও ঠিক এমনটাই জানান।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।