দুই ছাত্রীকে ধর্ষণচেষ্টা, পুলিশকে না জানিয়ে বিচারের আয়োজন
সুনামগঞ্জের তাহিরপুরে দুই মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দুই বখাটে ও তাদের চার-পাঁচজন সহযোগীদের বিরুদ্ধে। বিষয়টি পুলিশকে না জানিয়ে রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারের আয়োজন করেছেন মাদরাসার প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুর উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলাইমানপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কাউসার (১৮) ও তার এক বন্ধু দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। গত বৃহস্পতিবার ওই দুই ছাত্রী মাদরাসা ছুটির পর বাড়িতে যাওয়ার পথে কাউসার, তার এক বন্ধু ও তাদের চার-পাঁচ সহযোগী মোবাইল নম্বর চান। এক পর্যায়ে শনির হাওরে একা পেয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তারা। এ সময় তারা পাশের গ্রামে দৌড়ে গিয়ে নিজেদের রক্ষা করে। এরপর স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
ভুক্তভোগী দুই ছাত্রীর পরিবার জানায়, ঘটনার পর থেকে তারা নিরুপায় হয়ে বাড়িতে আছেন। বখাটেদের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। আর আইনি সহায়তা নিতে গেলে আরও বিপদে পরতে হবে। এ কারণে তারা চুপ আছে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। রোববার সুলেমানপুর শাহজালাল (রহ.) জামেয়া মাদরাসায় এলাকার মাতব্বর ও অভিযুক্ত এবং ভিকটিমের পরিবারের লোকজন বসে কঠিন বিচার করা হবে।
জনপ্রতিনিধি হয়েও বিষয়টি পুলিশকে না জানানোর বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বলেন, যেহেতু মাদরাসার প্রধান শিক্ষক বিচারের কথা বলেছেন, তাই আর বিষয়টি পুলিশকে জানাইনি।
সুলেমানপুর শাহজালাল (রহ.) জামেয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সহিদুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি এলাকার লোকজন জানিয়েছেন। আমি খোঁজ নিয়েছি বিষয়টির সত্যতা পেয়েছি। বিচারের মাধ্যমে এ ঘটনাটি মাদরাসায় বসে রোববার সকালে শেষ করা হবে বলে স্থানীয় ইউপি সদস্য আমাকে জানিয়েছেন।
এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ জাগো নিউজকে বলেন, স্থানীয় লোকজন আমাকে দুই শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানিয়েছে। দুই তরুণ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আমি আইনের আশ্রয় নিতে অভিভাবকদের বলেছি।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জাগো নিউজকে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
লিপসন আহমেদ/এসজে/জেআইএম