বাবা-ছোট ভাইয়ের পর চলে গেলো জয়ও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
মকবুল হোসেন, তার ছোট ছেলে জুবায়ের ও বড় ছেলে জয়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে বাবা ও ছোট ভাইয়ের পর মারা গেলো ১২ বছরের কিশোর জয়ও।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

জয়ের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।

২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। তাৎক্ষণিক তার বাসা থেকে ধোঁয়া বের হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় মকবুল হোসেন, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের ভেতর আটকা পড়ে।

এলাকাবাসী, পুলিশ, আশুগঞ্জ ও সরাইল ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে এগিয়ে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মকবুল হোসেন, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে থেকে যায় জুবায়ের। এ সময় ভেতরে আগুনে পুড়ে মারা যায় সে

পরে বাবা মকবুল মিয়া, মা রেখা ও বড় ভাই জয়কে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়। ২৩ ফেব্রুয়ারি বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মিয়া মারা যান। স্বামী মারা যাওয়ার একদিন পর ২৪ ফেব্রুয়ারি রাজধানীতে আইসিইউতে চিকিৎসাধীন রেখা একটি মৃত সন্তান প্রসব করেন। বাবা মারা যাওয়ার চারদিন পর জয়ও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।