মা-বাবা উদ্ধার হলেও আগুনে মারা যায় শিশুসন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ছয় বছরের শিশু জুবায়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। আর তার মা-বাবা-ভাই অগ্নিদগ্ধ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে আশুগঞ্জ বাজারের আলাই মোল্লা ভবনে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ওই ভবনের নিচতলায় মকবুল হোসেন মাস্টারের বাসায় বিস্ফোরণ হয়। একপর্যায়ে আগুনের শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এসময় মকবুল, তার স্ত্রী রেখা, তার বড় ছেলে জয় ও ছোট ছেলে জুবায়ের রুমের মধ্যে আটকা পড়েন।

পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মকবুল, রেখা ও জয়কে উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়ে জুবায়ের। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সে। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, ভবনের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।