মুন্সিগঞ্জে আগুনে ১১ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জের মিরকাদিমে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ফার্নিচারে দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জাগো নিউজকে বলেন, রাতে একটি দোকানে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রতিটি দোকানে কাঠের ফার্নিচার থাকায় আগুনের তীব্রতায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটেনি।

এদিকে ভুক্তভোগী দোকানদাররা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে দোকানগুলোর সব আসবাব ও সামগ্রী পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির মুখে তারা।
আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস