স্বামীকে খুঁজতে গিয়ে দেখা হলো দুই সতিনের, অতঃপর...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে দুই সতিনের মধ্যে হাতাহাতি ও চুলোচুলির পর দুজনই একে অন্যের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন। শনিবার সন্ধ্যায় পৌরশহরের মাইলোড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই থানায় জিডি করেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার আবদুল্লাহ আল মুজাহিদের দুই স্ত্রী আরবি সুলতানা রুবি (৩০) ও আমেনা আক্তারের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ আরো জানায়, মুজাহিদ ১০ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন আরবি সুলতানা রুবিকে। তাদের দুই সন্তান আছে। পাঁচ বছর আগে ঢাকায় গিয়ে আমেনা আক্তার নামে আরেক নারীকে বিয়ে করে সংসার করতে থাকেন মুজাহিদ। এর আগে মুজাহিদ তার প্রথম স্ত্রীকে তালাক দেন। আমেনাও তার প্রবাসী স্বামীকে তালাক দেন।

আমেনাকে কিছু না জানিয়ে গত জানুয়ারিতে মুজাহিদ নিজ এলাকায় আসেন এবং প্রথম স্ত্রীর সঙ্গেই সংসার করতে থাকেন। এদিকে আমেনা স্বামীর খোঁজ না পেয়ে ঢাকার মুগদা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। পরে মোহনগঞ্জে খুঁজতে গিয়ে বাড়ির সামনের রাস্তায় মুজাহিদকে স্ত্রীসহ পেয়ে যান। সেখানেই দুই স্ত্রীর মধ্যে হাতাহাতি-চুলোচুলি হয়। এতে দুজনই সামান্য আহত হয়েছেন। পরে তারা একে অন্যে বিরুদ্ধে থানায় জিডি করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।