শৌচাগারের গভীর ট্যাংকিতে কুকুর, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ট্যাংকির মধ্যে পড়ে আছে দুটি কুকুর

পাবনার ঈশ্বরদীতে ২০ ফুট গভীর শৌচাগারের ট্যাংকির মধ্যে পড়ে যাওয়া দুটি কুকুর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১১ টার দিকে স্থানীয়রা কুকুর দুটি ট্যাংকিতে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে তাদের উদ্ধার করেন।

পাকশী কলেজের শিক্ষক আশরাফুল আলম সেলিম জানান, কুকুর দুটি দুর্বল হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে দুই-তিন দিন আগে কুকুরগুলো ট্যাংকিতে পড়ে যায়।

ইপিজেড ফায়ার সার্ভিসের লিডার ফজলুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে অক্ষত অবস্থায় কুকুরগুলো উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ট্যাংকির মধ্যে কুকুর দুটি তিনদিন ধরে পড়ে আছে। বিষয়টি আমাকে কেউ অবগত করেনি।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।