ট্রাক্টর চালাতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সালেম হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের হাজিপাড়ার মাহাবুব ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেম হাজিপাড়ার মৃত একরামুল হকের ছেলে। সে ভাটায় মাটি সরবরাহ করা ট্রাক্টরের হেলপার ছিল।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে চালক না আসায় নিজেই ট্রাক্টর চালিয়ে ইটভাটায় নিয়ে যাচ্ছিলেন কিশোর সালেম। ভাটার সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারালে সে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে সে মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ট্রাক্টরচাপায় কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কেউ অভিযোগ না করায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।