বিএনপির সংগ্রাম দেশের মানুষকে বাঁচানোর সংগ্রাম: নোমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান

দেশের মানুষকে বাঁচাতে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপির সংগ্রাম দেশের সাধারণ মানুষকে বাঁচানোর সংগ্রাম। জাতিকে মুক্ত করার সংগ্রাম। দেশের জনগণকে বাঁচানোর সংগ্রাম।

তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংস হয়ে গেছে। মানুষের বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত। আমিও বহু মিথ্যা মামলার শিকার। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ কাউকেই ছাড় দেয় না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর বিভাগীয় বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান। ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় কৃষকদলের ভাইস প্রেসিডেন্ট খন্দকার নাছিরুল হক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, মহিলাদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন খান পলাশ প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।