৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
টাঙ্গাইলের কালিহাতীতে চার বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ইদ্রিস আলীর বাড়ির সামনে খেলতে যায়। এসময় তাকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ওই বৃদ্ধ। শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে মা-বাবার কাছে ঘটনাটি জানায়।
এ ঘটনায় শিশুটির পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাতব্বর আব্দুল বাছেদের বাড়িতে সালিশি বৈঠক বসে। সেখানে ইদ্রিস আলীকে এক লাখ টাকা জরিমানা ও মুখে জুতা দিয়ে কান ধরে ১০ বার ওঠবস করানোর সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা দিতে গড়িমসি করায় শিশুটির মা কালিহাতী থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইদ্রিস আলীকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জেআইএম