কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মানিকগঞ্জে অপহরণের পর কিশোরীকে ধর্ষণের দায়ে মো. টুটুল (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন। টুটুল জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মান্নান শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২২ নভেম্বর রাতে জেলার শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করেন টুটুল। এ ঘটনায় বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন ওই কিশোরীর বাবা। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সাত জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে টুটুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় গ্রেফতারের পর আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন টুটুল। পরে টুটুলের অনুপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পি.পি এ কে এম নুরুল হুদা রুবেল এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস এম মাইনুল ইসলাম মিন্টু।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম