শায়েস্তাগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০২ মার্চ ২০২২

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৯৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করছে র‌্যাব ৯।

মঙ্গলবার (১ মার্চ) উপজেলার অলিপুরে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়।

এ সময় মো. তরিকুল ইসলাম সাগরকে (২৪) গ্রেফতার করে র‌্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প। গ্রেফতার সাগর বাগেরহাটের ফটিকহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের মো. মোস্তফা শেখের ছেলে।

সিলেট র‌্যাব ৯ সিপিসি -১ এর কমান্ডার লেফটেন্যান্টন নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে মামলা দায়ের পূর্বক শায়েস্তাগঞ্জ থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।