ঝিনাইদহে কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতার রমজান আলী
ঝিনাইদহে আতিয়ার রহমান কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি রমজান আলীকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২ মার্চ) ভোর ৪টার দিকে মাগুরার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঝিনাইদহের চরখাজুরা গ্রামের আল আমিনের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, আতিয়ার রহমান হত্যা মামলর প্রধান আসামি রমজান আলী মাগুরা জেলার শ্রীপুর থানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তি সেখানে অভিযান চালায় র্যাব। সে সময় একটি বাড়ির পাশ থেকে রমজানকে গ্রেফতার করা হয়। তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম