‘বন্দুকের নল-পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ মার্চ ২০২২
ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি আন্দোলন করতে পারে না এমন মন্তব্যের বিষয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মতো লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে না। গানপাউডার দিয়ে মানুষ মারতে পারে না।

বুধবার (২ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আরও বলেন, ‘বর্তমান সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বিএনপি আন্দোলন করতে পারে কি না এসে দেখে যান। আওয়ামী লীগ ১৩ বছরে মামলা-হামলা দিয়ে নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙতে পারেনি। বন্দুকের নল ও পুলিশ প্রশাসন সরিয়ে দিয়ে দেখেন আন্দোলন কাকে বলে।’

jagonews24

শহরের স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, মুস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।