বেশি মূল্য লিখে সয়াবিন তেল বিক্রি করায় ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০২ মার্চ ২০২২
ফাইল ছবি

নীলফামারীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় সানাউল ইসলাম (সানু) নামের এক তেলের ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ মার্চ) দুপুরে জেলা শহরের দুহুলী বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে নীলফামারীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক শামসুল আলম এই অভিযান পরিচালনা করেন। এসময় নীলফামারী থানা পুলিশ ও জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম তার সঙ্গে ছিলেন।

উপ-সহকারী পরিচালক শাসমুল আলম জানান, রূপসা সয়াবিন তেল কোম্পানির পরিবেশক সানাউল ইসলাম সানু। গোপন সংবাদ ছিল তিনি তার গোডাউনে রাখা সয়াবিন তেলের ১ লিটার বোতলের গায়ে নির্ধারিত মূল্য মুছে দিয়ে অতিরিক্ত মূল্য ও মেয়াদের তারিখ পরিবর্তন করে দিচ্ছেন। অভিযান পরিচালনা করে এ ঘটনার সত্যতা মেলে। পরে তাকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ওই ডিলারকে সতর্ক করে দেওয়া হয় বলেও জানান অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।