টাঙ্গাইল কারাগারে কয়েদির মৃত্যু
টাঙ্গাইল জেলা কারাগারে মজিবর রহমান (৫২) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার (২ মার্চ) দুপুরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যায় জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মজিবর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের মল্লিক হোসেনের ছেলে।
জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইলের বাসাইল থানায় ২০০৪ সালে একটি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মজিবরকে গত ৪ ডিসেম্বর ভৈরব থেকে গ্রেফতার করা হন। পরে ১২ জানুয়ারি তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। দুপুরে কারাগারের রান্না ঘরে মাছ ধোঁয়ার কাজ করার সময় মজিবর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কারাগার চিকিৎসকের কাছে নেয়া হয়। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন হৃদরোগে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস