দরবার থেকে ফেরার পথে ছুরিকাঘাতে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০২ মার্চ ২০২২
মরদেহের সামনে স্বজনদের আহাজারি

ফরিদপুরের সদরপুরে আটরশি দরবার থেকে ফেরার পথে সিহাব ফকির (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সিহাব ফকির নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের রতন ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আটরশি দরবার থেকে ফেরার পথে সদরপুরের সদর ইউনিয়নের খোকার মোড়ে সিহাব ফকিরকে অজ্ঞাত এক যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদরপুর থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।