কোটালীপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৩ মার্চ ২০২২
অভিযুক্ত সেকেন মোল্লা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে সেকেন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) সেকেন মোল্লাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে।

পুলিশ জানান, গত ১৭ ফেব্রুয়ারি বাড়ির পাশের খাল পাড়ে শাক তুলতে যায় ওই স্কুলছাত্রী। সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে সেকেন মোল্লাকে গ্রেফতার করা হয়।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, বাড়িতে না থাকায় অভিযোগ দিতে দেরি হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।

এদিকে সেকেন মোল্লা বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাক হোসেন খান জানান, গ্রেফতারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান/আরেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।