সরিষাবাড়ীতে মিটারবিহীন সেচ পাম্প, গড় বিলের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৩ মার্চ ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে মিটারবিহীন সেচ পাম্পের গড় বিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে সরিষাবাড়ী প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন স্থানীয় কৃষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরিষাবাড়ী পিডিবির অধীনে দীর্ঘদিন থেকে তারা সেচ পাম্পে মিটারবিহীন মোটর চালাচ্ছেন। বার বার মিটার চাইলেও অফিস থেকে মিটার দেওয়া হচ্ছে না। সেচ পাম্পে কোনো কৃষক ছোট আবার কোনো কৃষক বড় মোটর ব্যবহার করেন। বিষয়টি বার বার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুবকর তালুকদান বলেন, মিটারের জন্য বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয়। কোনো কৃষক সব কাগজপত্র জমা দিলে তাকে অবশ্যই মিটার দেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন, জামালপুর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।