বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৩ মার্চ ২০২২
বান্দরবানের অসহায়-দুঃস্থদের বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

বান্দরবানে অসহায়-দুঃস্থদের মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে বান্দরবান জোনের আয়োজনে অনুষ্ঠানে মোট ৮২ জনকে প্রায় ১০ লাখ টাকার মানবিক সহায়তা দেওয়া হয়। ৭১ জন বাঙালি ও ১১ জন পাহাড়ি এ সহযোগিতা পান।

এর মধ্যে সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার, একজনকে একটি রিকশা ও পাঁচজনকে পাঁচটি ভ্যান দেওয়া হয়। এ সহায়তা পান ১৪ জন।

নগদ অর্থসহায়তার মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা, অপারেশন, শিক্ষাবৃত্তি, মেয়ের বিয়ে, স্কুল-কলেজ ভর্তি ও বই ক্রয়সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়।

এছাড়া জাবালে নূর জামে মসজিদের জন্য টয়লেট নির্মাণ, দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদের জন্য চারটি মাইক এবং এডেন পাড়া রেনেসাঁ ক্লাবের জন্য দুই জোড়া তবলা ও একটি গিটার দেওয়া হয়।

jagonews24

ক্যাপ্টেন মেজবাহুল ইসলাম ফুয়াদের সঞ্চালনায় এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।

তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের মাধ্যমে সবাইকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর যে কোনো আপৎকালে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা দেবে। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সব জাতি-ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এসময় বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগসহ রিজিয়নের অন্য সেনা কর্মকর্তা ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নয়ন চক্রবর্তী/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।