প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তি, আইনজীবী গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শাহনেওয়াজ হাসান (৪০) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, A1 News নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে ব্যাঙ্গ চিত্র তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা লেখা হয়। এসব পোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান তার আইডি থেকে শেয়ার করেন।
এ ঘটনায় মেহেদী হাসান চন্দন নামের এমপির নিক্সন চৌধুরীর এক সমর্থক বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস