একাত্তরে গণহত্যা: ট্রাইব্যুনালের পরোয়ানায় টাঙ্গাইলে দুজন গ্রেফতার
একাত্তরে টাঙ্গাইলে বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন কারাগারে এবং আরেকজন পুলিশি হেফাজতে রয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক এবং তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি গ্রামের মৃত সবুর মাস্টারের ছেলে মনিরুজ্জামান কোহিনুর ও চাতুটিয়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে আলমগীর হোসেন তালুকদার।
মতিউর রহমান বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে আলমগীর হোসেনকে টাঙ্গাইলের গোপালপুর থেকে ও মনিরুজ্জামান কোহিনুরকে ঢাকার এলিফ্যান্ট রোড থেকে গ্রেফতার করা হয়। মনিরুজ্জামান কোহিনুরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। আলমগীর হোসেন পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শনিবার তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হবে।
আরিফুর রহমান টগর/এসজে/এএসএম