ফরিদপুরে চেক জালিয়াতির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:২৫ পিএম, ০৪ মার্চ ২০২২
গ্রেফতার যুবলীগ নেতা জয় বকুল খন্দকার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জয় বকুল খন্দকারকে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার গোলাম রসুল খন্দকারের ছেলে।

আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জয় বকুল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য। তবে কোনো অন্যায়কারীর দায় উপজেলা যুবলীগ নেবে না। তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, গ্রেফতার জয় বকুলের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ৮ লাখ টাকার চেক জালিয়াতির অপরাধে একটি মামলা হয়। সেই মামলায় হাজিরা না দেওয়ায় তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

এন কে বি নয়ন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।