ছিটকে পড়লেন রাস্তায়, পিষে দিলো কাভার্ডভ্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৫ মার্চ ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের চাপায় আলাউদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন নাটোর জেলার সিংড়া উপজেলার তাখরিয়া গ্রামের আমিনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, উত্তরবঙ্গ থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন আলাউদ্দিন। তিনি সলঙ্গা থানার রয়হাটি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল পাশের খাদে ও আলাউদ্দিন সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।