শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ মার্চ ২০২২
প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শানিবার (৫ মার্চ) সকালে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারের নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়।

বিকেলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কিশোর অপরাধ আইনে নিরাপদ আবাসনে পাঠানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে বিচারক দুই কিশোরকে নিরাপদ আবাসনে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, চিরিরবন্দর ক্যানেলের বাজার এলাকায় শুক্রবার সকালে ছয় বছর বয়সী নার্সারি পড়ুয়া শিশু বাড়ির পাশে খেলতে যায়। খেলাধুলা শেষে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় নারিকেল দেওয়ার কথা বলে ওই দুই কিশোর শিশুটিকে ডেকে হরিরামপুর ক্যানেলের বাজার এলাকায় টিনের ঘেরা একটি কোচিং সেন্টারে নিয়ে যায়। সেখানে একজন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে আরেকজন পাহারা দিয়ে ধর্ষণে সহায়তা করে।

এ ঘটনা একজন প্রতিবেশী দেখতে পেয়ে শিশুর মাকে ডেকে নিয়ে আসেন। তাদের দেখতে পেয়ে ওই দুই কিশোর দৌড়ে পালিয়ে যায়। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করলে পুলিশ রাতেই ওই দুই কিশোরকে গ্রেফতার করে।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।