ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
মাগুরার মহম্মদপুরে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে নবনির্বাচিত ও সাবেক মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষ ও পুলিশের গুলিতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।
শনিবার (৫ মার্চ) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর মনিরুল ইসলাম ও সাবেক মেম্বর লিয়াকত মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মেম্বর মনিরুল ইসলাম ও সাবেক মেম্বর লিয়াকত মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুদিন আগে স্থানীয়ভাবে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়।

এর জেরে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। সংঘর্ষ ও পুলিশের গুলিতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইউসুফ শেখ, ঝন্টু শেখ, আরব আলী, নুর আলী, জাবিউল্লাহ শেখ, সুজন শেখ, শাহাদৎ মোল্যা, শাকিল শেখ ও শিলা খাতুনকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।
এসজে/জিকেএস