বোতলের তেল খোলা হিসেবে বিক্রির অপরাধে ৩ দোকানিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৫ মার্চ ২০২২
বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বোতলের মূল্য তুলে এবং খোলা হিসেবে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে কুড়িগ্রাম শহরের আদর্শ পৌর বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

jagonews24

অধিদপ্তর সূত্র জানায়, জেলা শহরের আদর্শ পৌর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নূর স্টোরকে ১০ হাজার টাকা ও নুরজামান কাঁচামালকে ১০০০ টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর মো রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করে।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ অভিযান আরও কঠোর হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মাসুদ রানা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।