ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
কলেজের ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৫ মার্চ) দুপুরে বেলকুচি মডেল কলেজে এ সংঘর্ষ ঘটে। এ নিয়ে কলেজের ছাত্ররা প্রায় দেড় ঘণ্টা সিরাজগঞ্জ-এনায়েতুপর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- আকিব হোসেন (১৮), রিফাত রহমান (১৭), মোজাম্মেল হোসেন (১৮), সাব্বির (২০), মোমিন শেখ (২০), সিহাব হোসেন (১৮), লাদেন শেখ (১৭) তরিকুল ইসলাম তারিক (১৯), ছাব্বির হোসেন (১৮) ও তৌহিদ (১৮)। এদের মধ্যে তারিক, সাব্বির হোসেন, তৌহিদকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই ওই কলেজের ছাত্র।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুরে বেলকুচি মডেল কলেজে ছাত্রীদের উত্ত্যক্তের জের ধরে ওই কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন কর্মী আহত হন।

গুরুতর আহত ছাত্রলীগ কর্মী তারিক বলেন, ‘কলেজে প্রবেশ করা মাত্রই ছাত্রলীগকর্মী মোকলেছুর রহমান রতনসহ তার অনুসারীরা আমাকে মারধর করে এবং রামদা দিয়ে মাথায় আঘাত করে।’
এ বিষয়ে ছাত্রলীগকর্মী মোকলেছুর রহমান রতন বলেন, ‘দীর্ঘদিন ধরে ছাত্রলীগকর্মী তারিকসহ তার অনুসারীরা কলেজের ছাত্রীদের উত্ত্যাক্ত করে আসছিল। এরই প্রতিবাদ করায় আমাদের মারধর করে তারা।’
এ বিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি এম. আকতার হামিদ জাগো নিউজকে বলেন, ‘বেলকুচি মডেল কলেজে সংঘর্ষের কথা শুনেছি। কী নিয়ে সংঘর্ষ হয়েছে এখনো জানতে পারিনি। খোঁজ নিয়ে সমাধান করা হবে।’
বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি জাগো নিউজকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ছাত্ররা মিছিল ও সড়ক অবরোধ করেছিল। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ ঘটনায় ঘটনায় দোষী ও তাদের মদদদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসজে/জিকেএস