থেমে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলের ধাক্কা, দুই কিশোর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:২৩ এএম, ০৮ মার্চ ২০২২

পঞ্চগড়ের বোদায় থেমে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। নিহতদের একজন ওই মোটরসাইকেলের চালক এবং অন্যজন আরোহী।

সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকার বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুর হাট পানপাড়া এলাকায় মুন্না ইসলাম (১৬) ও রায়হান (১৭)।

পুলিশ জানায়, রাতে বোদা উপজেলা শহর থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিল মুন্না ও রায়হান। চন্দনবাড়ি ইউনিয়নের শিমলতলী এলাকায় পৌঁছালে মহাসড়কে থেমে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে মহাসড়কে ছিটকে পড়ে ওই দুই কিশোর। ঘটনাস্থলে মুন্নার মৃত্যু হয়। রায়হানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।