ডাকাতি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ মার্চ ২০২২
পুলিশের হাতে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি রাব্বী মিয়া

নেত্রকোনায় বারহাট্টায় রাব্বী মিয়া (৩০) নামে ১১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) ভোরে উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাব্বী আটপাড়া থানার ২০১৩ সালের একটি ডাকাতি মামলার আসামি রাব্বী মিয়া। ২০২১ সালে আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড দেন। কিন্তু রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।