জাপা নেতা গোলাম আজম হত্যা মামলায় স্ত্রী-ছোট ছেলে রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৮ মার্চ ২০২২
নিহত গোলাম আজম

পঞ্চগড়ে জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী গোলাম আজম হত্যাকাণ্ডের ঘটনায় তার বড় ছেলের করা মামলায় স্ত্রী ও ছোট ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন।

এরআগে রোববার (৬ মার্চ) রাতে নিহত ব্যক্তির বড় ছেলে বদিউজ্জামান লিমন (২৪) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন।

পরদিন সোমবার (৭ মার্চ) রাতে মামলার বাদী বদিউজ্জামান লিমনের মা এবং নিহত গোলাম আজমের স্ত্রী বর্ণা খানম (৪৭) ও ছোট ছেলে আল আর্নিফ বাধনকে (২১) গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় জেলা সদরের ধাক্কামারা ঘাটিয়ারপাড়া এলাকায় নিজ বাড়ির শোবার ঘর থেকে গোলাম আজমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এসময় গোলাম আজমের বাড়িতে তার স্ত্রী, ছোট ছেলে ও এক মেয়ে ছিলেন।

বড় ছেলে লিমন লেখাপড়ার জন্য জেলার বাইরে (ময়মনসিংহ) অবস্থান করছিলেন। এ ঘটনায় নিহত গোলাম আজমের স্ত্রী ও ছোট ছেলেকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।

সফিকুল আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।