মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জে ৩ পুলিশ বরখাস্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৮ মার্চ ২০২২
ফাইল ছবি

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জ সদর মডেল থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন-সদর মডেল থানার এসআই শুভ্র চন্দ্র দাশ, কনস্টেবল জসিম উদ্দিন ও গাড়িচালক আশিক নুর।

মঙ্গলবার (৮ মার্চ) পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে তদন্ত হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার এসএম মুরাদ আলী তাদের সাময়িক বরখাস্ত করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।