পঞ্চগড়ে চালককে কুপিয়ে মাইক্রোবাস ছিনতাই চেষ্টা
পঞ্চগড় সদর উপজেলায় চালককে কুপিয়ে মাইক্রোবাস ছিনতাই চেষ্টার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে উপজেলা সদর ইউনিয়নের ধাক্কামারা তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক সুমন ইসলাম (৩৪) সদর উপজেলার মিলগেট এলাকার খবিরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসচালক সুমনকে দেবীগঞ্জে বিয়ে বাড়ির ভাড়ার কথা বলে ডেকে নেয় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। গাড়িতে উঠে তারা তেলিপাড়া নিয়ে চালককে গাড়ি থামাতে বলেন। এক পর্যায়ে তারা মাইক্রোবাসটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সুমনকে পেছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর জখম অবস্থায় চালক সুমনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।
সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল আলম জাগো নিউজকে বলেন, ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সফিকুল আলম/এসজে/এএসএম