বাগেরহাটে ৪ হাজার লিটার সয়াবিন জব্দ, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৯ মার্চ ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

বাগেরহাটে চার হাজার লিটার সয়াবিন তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তেলগুলো জব্দ করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক ও রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের পল্টু সাধু স্টোর ও জয় মা স্টোরের গোডাউনে বিভিন্ন বোতল ও ড্রামে চার হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেল তেলের মজুত করে বাজারে কৃত্তিম সংকট সৃষ্টির দায়ে পল্টু সাধু স্টোরের মালিক শ্রিধাম সাধুকে এক লাখ এবং জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তেলগুলো জব্দ করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।