যুবলীগের সহ-সভাপতির পদ পেলেন শ্রমিকদল নেতা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১০:১১ পিএম, ০৯ মার্চ ২০২২

সদ্য ঘোষিত বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি পদ পেয়েছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল করিম বাবু (৪৩)। বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদলের জেলার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সোমবার (৭ মার্চ) কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত ওই তালিকার ১০ নম্বরে সহ-সভাপতি হিসেবে জাহিদুল করিম বাবুর নাম রয়েছে।

এতে সাবেক পদের কলামে ‘যুগ্ম সম্পাদক, জেলা শ্রমিক লীগ’ লেখা রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ঝড় বইছে।

jagonews24

এর আগে ১৬ বছর পর গত ২০ ডিসেম্বর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার ২৮ জনের কমিটি ঘোষণা করে কেন্দ্র। এরপর একই দিন জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

একইভাবে ২০১৫ সালের ২৯ আগস্ট অনুমোদিত বিএনপির সহযোগী সংগঠন জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির তালিকায়ও ১২ নম্বর ক্রমিকে সদস্য হিসেবে নাম রয়েছে জাহিদুল করিম বাবুর। কমিটি অনুমোদন দিয়েছিলেন জেলা বিএনপির তৎকালীন সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম।

জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা জাগো নিউজকে বলেন, ২০১৫ সালে জেলা শ্রমিকদলের কমিটি দিয়েছিলাম। বাবু ওই কমিটির একজন সদস্য ছিলেন এবং তিনি কমিটি থেকে অব্যাহতিও নেননি।

যোগাযোগ করা হলে কাউন্সিলর ও সদ্য ঘোষিত জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল করিম বাবু জাগে নিউজকে বলেন, ২০০৫ সাল থেকে জেলা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছি। এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতেও ছিলাম। শ্রমিকদলের কোনো কমিটিতে নেই। কমিটির ওই তালিকা ভুয়া।

এ বিষয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার ওপর দায়িত্ব ছিল সম্মেলন করার, সেটি করেছি। এখন কমিটি চূড়ান্ত হয়েছে আমি তাদের নিয়ে কাজ করব। কমিটির বিষয়ে কিছু জানার থাকলে সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে হবে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।