সাভারে শিশু নিয়ে পালালেন বোরকাপরা নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১০ মার্চ ২০২২
রাস্তায় নামামাত্র শিশুটিকে নিয়ে পালিয়ে যান ওই নারী। ছবি-সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া

সাভারে খেলার সময় বাড়ির পাশে সড়কে নামতেই এক শিশুকে কোলে তুলে নিয়ে পালিয়ে গেছেন বোরকাপরা এক নারী। একটি সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার (৯ মার্চ) সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির মা।

শিশুটির নাম জামেলা (৩)। সে তার মায়ের সঙ্গে সাভার থানা রোড এলাকার মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতো।

শিশুটির মা শিলা বেগম বলেন, ‘স্বামী ফেলে চলে যাওয়ার পর শিশুসন্তানটিকে নিয়ে মায়ের সঙ্গে থাকি। শিশুটিকে ভাড়াবাসায় রেখে মানুষের বাসাবাড়িতে কাজ করে আসছিলাম। গতকাল দুপুরে বাসায় এসে সন্তানকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করি। পরে পাশের এক সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, একজন বোরকাপরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। পরে এ বিষয়ে থানায় মামলা করি।’

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল জাগো নিউজকে বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে বোরকা পরিহিত এক নারীকে শিশুটিকে রাস্তায় পাওয়ামাত্র তাকে কোলে তুলে নিয়ে চলে যেতে দেখা গেছে। শিশুটি উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।’

মাহফুজুর রহমান নিপু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।