কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১০ মার্চ ২০২২
ফাইল ছবি

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নওয়ানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তাইজুল ইসলাম ওই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিদ্যুৎচালিত মোটর দিয়ে নিজের মোটরসাইকেল পরিষ্কার করছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে তারগুলো গুছিয়ে নেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার বলেন, তাইজুল ইসলাম যাত্রাপুর বাজারে ধান-চাউলসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।