সয়াবিন তেলে ৫ টাকা বেশি নেওয়ায় ২০০০ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১০ মার্চ ২০২২

হবিগঞ্জে অতিরিক্ত দামে সয়াবিন তেল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই লিটার সয়াবিন তেলের দাম মোড়কের গায়ে ৩২৮ টাকা লেখা থাকা থাকলেও গ্রাহকের কাছে ৩৮০ টাকা (৫২ টাকা বেশি) চাচ্ছিলেন শহরতলীর ধুলিয়াখাল এলাকার রিতু স্টোরের স্বত্বাধিকারী সালেক খান। এজন্য রিতু স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতি দুই লিটারে পাঁচ টাকা বেশি রাখায় গোপায়া বাজারের অলিউর স্টোরের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বোতলের গায়ে ৩৩০ টাকা লেখা থাকলেও তিনি চাচ্ছিলেন ৩৩৫ টাকা।

এছাড়া গোপায়া বাজারের প্রাইম ফুডকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই হাজার ৫০০ টাকা ও ধুলিয়াখালের নিউ শাপলা ফুড প্রোডাক্টসকে ছয় হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।

অভিযানে সহায়তা করেন র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।