মানিকগঞ্জে তেল মজুদ-অধিক দামে বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ মার্চ ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

মানিকগঞ্জের শিবালয়ে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে ছয় মুদি ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আরিচা ঘাট ও টেপড়া এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এবং শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের যৌথ অভিযানে তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আরিচা এলাকার মুদি ব্যবসায়ী দিলীপ সন্ন্যাসী, সেন্টু সাহা, নির্মল সাহা এবং একই উপজেলার টেপড়া এলাকার নুরুল ইসলাম, অনিল সাহা, বিশ্বজিত সাহা।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় উপজেলার আরিচা ও টেপড়া এলাকার কয়েকটি মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ তেল মজুদ ও বোতলের গায়ের মূল্য তুলে অধিক মূল্যে বিক্রির অপরাধে দিলীপ সন্ন্যাসীকে ২০ হাজার, সেন্টু সাহাকে দুই হাজার, নির্মল সাহাকে দুই হাজার এবং একই উপজেলার টেপড়া এলাকার নুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা, অনিল সাহাকে পাঁচ হাজার ও বিশ্বজিত সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।