কুড়িগ্রামে কিশোর-কিশোরীর প্রেমের দ্বন্দ্বে যুবক নিহত
কুড়িগ্রামে আবাসন প্রকল্পে কিশোর-কিশোরীর প্রেমের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে সংঘর্ষে বকুল মিয়া (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার নয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের ধরলা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে। বকুল মিয়া উত্তর নওয়াবশ গ্রামের ছাত্তারের ছেলে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে আটকরা হলেন- ওই আবাসন প্রকল্পের মৃত মোজাম্মেল হকের ছেলে মোরশেদুল হক (৪২), মোরশেদুল হকের ছেলে জাহিদ হাসান (২০), মোরশেদুল হকের স্ত্রী আফরোজা বেগম (৩৭)। এছাড়াও শহরের সওদাগর পাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে রওশন ইসলাম (২৫), আকিরুজ্জামানের ছেলে রাশিদুল ইসলাম (৪৪) ও রানা ইসলাম (২৬), মৃত মোজাম্মেল হকের ছেলে হানিফ আহমেদ (৫৩), মৃত মোজাম্মেল হকের স্ত্রী মদিনা বেগম (৬৫) ও হানিফ মিয়ার স্ত্রী রোজী বেগম (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধরলা আবাসন প্রকল্পের এক কিশোরীর সঙ্গে আরেক কিশোরের প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। সন্ধ্যায় বিষয়টি নিয়ে মীমাংসার সময় নির্ধারণ করেন স্থানীয়রা। এর মধ্যে ওই কিশোরীর বাবা বেশকয়েকজন যুবক নিয়ে আবাসন প্রকল্পে আসেন। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় ছুরিকাঘাতে বকুল মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাসুদ রানা/আরেএইচ/জিকেএস