শরণখোলায় দুই হরিণের চামড়া উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১১ মার্চ ২০২২

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে বন রক্ষীরা।

শুক্রবার (১১ মার্চ) বিকেল ৩টার দিকে গ্রামের সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত ঘরের মাচা থেকে দুটি হরিণের চামড়া ভাজ করা অবস্থায় পাওয়া যায়। চামড়া দুটি মাঝারি আকারের এবং শুকনা।

অভিযুক্ত সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।